শনিবার, ২৭ জুন ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » ইলিশ ধরায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।।লালমোহন বিডিনিউজ
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ইলিশ মাছ ধরার উপর টানা ৬৫ দিন নিষেধাজ্ঞার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বরগুনার জেলেরা।সকালে পাথরঘাটা শহরের প্রধান সড়ক অবরোধ করে মানবন্ধন কর্মসূচি শুরু হয়।
এসময় জেলার মৎস্যজীবী জেলে, ট্রলার মালিক, ব্যবসায়ী ও শ্রমিকসহ কয়েকশ মৎস্যজীবী অংশ নেন। এসময় বক্তারা বলেন: একদিকে ৬৫ দিন মাছ ধরা বন্ধ অপরদিকে করোনার কারণে বিকল্প কোনো কাজেরও সুযোগ নেই জেলেদের। ফলে উপকূলীয় জেলেরা মানবেতর জীবনযাপন করছেন।
এসময় তারা ট্রলি জাহাজের উপর আরোপিত নিষেধাজ্ঞায় ফিশিং ট্রলারগুলো আওতামুক্ত রাখার দাবি জানান। নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার না হলে অবরোধ উপেক্ষা করেই মাছ ধরার ঘোষণা দিয়েছেন মৎস্যজীবী নেতারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন জেলা ও উপজেলার ট্রলার মালিক, জেলে, ব্যবসায়ী ও পরিবহন এবং বরফকল মালিকদের সংগঠনের নেতারা। এতে সংহতি প্রকাশ করে যুক্ত হন এলাকার জনপ্রতিনিধিরাও।