বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শিক্ষকের বিরুদ্ধে শিশু শ্রেণির ছাত্রীকে নির্যাতনের অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে শিক্ষকের বিরুদ্ধে শিশু শ্রেণির ছাত্রীকে নির্যাতনের অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলাধীন বদরপুর তালিমূল কোরআন নুরানী মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী নুশরাত (৫) কে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষক মাও: আকতার এর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অমানবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মাও: আকতারের বিরুদ্ধে লালমোহন থানায় লিখিত অভিযোগ করেছে শিশু নুশরাতের বাবা মো: ইউনুছ।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত আজ (বৃহস্পতিবার) ও তালিমূল কোরআন নুরানী মাদ্রাসায় পড়তে যায় শিশু শ্রেণির ছাত্রী নুশরাত। পাঠদানকালীন সময়ে দুষ্টুমির অভিযোগ তুলে নুশরাতকে বেত্রাঘাত করে ওই মাদ্রাসার শিক্ষক মোও: আকতার।
নুশরাতে বাবা মো: ইউনুছ লালমোহন বিডিনিউজ ডটকম কে বলেন, বেপরোয়া বেত্রাঘাতের ফলে শিশুটির পশ্চাতদেশ লাল হয়ে গেছে। রক্ত জমাট হয়ে তা কালো বর্ণ ধারণ করেছে। এছাড়াও শিশুটির গলায়ও বেত্রাঘাতের চিহ্ন দেখান তার বাবা। পরে শিশুটিকে লালমোহন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান তিনি।
এদিকে শিশু নুশরাত কে মারধরের বিষয়টি স্বীকার করে মাদ্রাসা শিক্ষক মাও: আকতার লালমোহন বিডিনিউজ ডটকমকে বলেন, ও (নুশরাত) দুষ্টুমি করেছে বলেই মেরেছি।