মঙ্গলবার, ২৩ জুন ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ।।লালমোহন বিডিনিউজ
মনপুরায় খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় গরুর খামারীদের মাঝে গো’খাদ্য বিতরণ করেছে মনপুরা উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে উপজেলার ১২জন খামারীর মধ্যে এই গো-খাদ্য বিতরণ করা হয়।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিপুল চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, হাজির হাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ মোহাই মুনুল ইসলাম, উপ-সহকারী কর্মকর্তা মোঃ লোকমান মিয়া।
এসময় প্রতিজন খামারীর হাতে ৫৫কেজির ১বস্তা করে গো-খাদ্য তুলে দেয়া হয়।