মঙ্গলবার, ২৩ জুন ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে চরভূতা ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) রাত ৮টার দিকে গুরুতর অসুস্থাবস্থায় তাকে লালমোহন হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ মহসিন খান জানান, চরভূতা ইউনিয়নের সাজিরহাট গ্ৰামের বাসিন্দা বৃদ্ধ আমির হোসেন (৮০) গত ৭ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। রাতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।
পরে তাকে সরকারি নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দাফন করা পরামর্শ দেয়ার পাশাপাশি নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যবিভাগ।