সোমবার, ২২ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় এবার কলেজছাত্রকে হত্যা!।।লালমোহন বিডিনিউজ
ভোলায় এবার কলেজছাত্রকে হত্যা!।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলায় ঔষধ ব্যবসায়ী হত্যার রেশ কাটতে না কাটতেই এবার বোরহানউদ্দিনে কলেজছাত্র সুমন অপহরণের দুইদিন পর মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২শে জুন) দুপুরে, উপজেলার পক্ষিয়া ইউনিয়নে একটি পানের বরজ থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুমন ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে ও ভোলা সরকারি কলেজের অনার্স পড়ুয়া ছাত্র। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় পুলিশ মিঠু নামে এক যুবককে আটক করেছে। তার দেয়া তথ্য অনুযায়ী সুমনের মৃতদেহ উদ্ধার করা হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গত ২০শে জুন সন্ধ্যায় সুমন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। এসময় একটি ফোন আসলে সুমন সেখান থেকে চলে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আজ সোমবার দুপুরে পুলিশ সুমনের ফোন কল ট্যাকিং করে মিঠু নামে এক যুবককে আটক করে।
ওসি আরো জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মিঠু হত্যার বিষয়টি স্বীকার করেছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার কারণ উদঘাটনে তদন্ত করছে পুলিশ।
এদিকে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বটতলায় গত শনিবার রাতে প্রবীর নামে এক ঔষধ ব্যবসায়ীকে হত্যা করে তার সাথে থাকা পাঁচ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই করা হয়। এর একদিন না যেতেই বোরহানউদ্দিনে কলেজছাত্র হত্যার ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।