রবিবার, ২১ জুন ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলতে লালমোহন উপজেলা চেয়ারম্যানের আহবান।।লালমোহন বিডিনিউজ
করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলতে লালমোহন উপজেলা চেয়ারম্যানের আহবান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু : সারাদেশ ব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের প্রাদূর্ভাব থেকে বাঁতে লালমোহনবাসীকে সরকার কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যসেবা মেনে চলার আহবান জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ।
রবিবার (২১ জুন) দুপুরে তাঁর ব্যক্তিগত ভ্যারিফাইড ফেজবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে এ আহবান জানান তিনি।
ওই ভিডিও বার্তায় অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে লালমোহনবাসীর প্রতি অনুরোধ, সমগ্র বাংলাদেশ তথা ভোলাতে আজ যে করোনার মহামারী। এ থেকে মুক্তি পাওয়ার জন্য, আসুন সামাজিক দুরত্ব বজায় রাখি, মাস্ক পরিধান করি, বারবার সাবান দিয়ে হাত ধৌত করি।
তিনি বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়পূর্বক, মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩১দফা মেনে চলি।
এক জায়গার বসে আড্ডা না মেরে সামাজিক দুরত্ব বজায় রাখার মাধ্যমে নিজের সাথে সাথে নিজেদের পরিবার কে রক্ষা করি।
তিনি আরও বলেন, করোনা থেকে মুক্ত থাকতে বিশষজ্ঞগণ যে পরামর্শ দিয়েছেন, গরম পানি, গরম চা পান ও গড়গড়া করি। ফ্রিজ যেহেতু ঠান্ডা সেহেতু ফ্রিজের খাবার পরিহার করি, এসিযুক্ত গাড়ি ও বাড়ি ব্যবহার থেকে বিরত থাকি। আল্লাহ তাআলার উপর নির্ভর করে আমরা যদি এসব নিয়ম মান্য করি, ইনশাআল্লাহ আমরা লালমোহনের মানুষ করোনা থেকে মুক্ত থাকতে পারবো।
এসময় লালমোহন-তজুমদ্দিনবাসীর প্রতি ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের আহবান কে উল্লেখপূর্বক তিনি বলেন, মাননীয় এমপি মহোদয় ইতোমধ্যে লালমোহন এসেছিলেন। তিনি আমাদের সকলকে অনুরোধ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীও বারবার সামাজিক দুরত্ব বজায়, মাস্ক ব্যবহার ও বারবার হাত ধোয়ার ব্যাপারে অনুরোধ করেছেন। আসুন সকলে সে আদেশ মান্য করে আমরা ভাল থাকি।