বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০১৫
প্রথম পাতা » ধর্ম-কর্ম | শিরোনাম | সর্বশেষ » নামাজ পড়তে বলায় বাবাকে হত্যা করলো ছেলে
নামাজ পড়তে বলায় বাবাকে হত্যা করলো ছেলে
লালমোহন বিডিনিউজ , সোহেল ঢাকা : কুমিল্লার বরুড়া উপজেলায় শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের জয়াগ গ্রামে নামাজ পড়তে বলায় ছেলে হাতে এক বাবা খুন হয়েছেন।
জানা যায়, জয়াগ গ্রামের মোঃ আব্দুর রব (৭৫) তার ছেলে মোঃ জুয়েল (১৫) কে মঙ্গলবার রাতে এশার নামাজ পড়তে বলেন। এনিয়ে বাবা-ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায় ছেলে উত্তেজিত হয়ে বাবাকে ছুরিকাঘাত করে। আহত বৃদ্ধের চিৎকারে পাশে ঘরে থেকে নাছরিন নামের মহিলা এসে দেখে রক্তাত অবস্থায় পড়ে আছে আব্দুর রব।
তার চিৎকারে আশ-পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে বরুড়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ছেলে জয়নাল আবেদীন জানান, আমার ছোট ভাই গত এক সপ্তাহ আগে বিশ্বরোড পেপসি কোম্পানির একটি গাড়িতে হেলফার হিসেবে চাকরি নেয়। প্রতিদিন ডিউটি শেষ করে রাতে সে বাড়িতে আসে।
মঙ্গলবার রাতে বাড়িীতে আসলে আমার বাবা তাকে নামাজ পড়ার জন্য বলে। এ নিয়ে কথা কাটাকাটি জের ধরে বাবাকে ছুরি দিয়ে আঘাত করে সে।
এদিকে নিহতের ভাই আব্দুল হক জানান, আমরা ৬ ভাইয়ের মধ্যে নিহত আব্দুর রবই বড়। আমার ভাই দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছিলেন। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।
জানা গেছে, নিহত আব্দুর রব পেশায় কৃষক ছিলেন। নিয়মিত নামাজ পড়তেন তিনি। নিহতের ২ ছেলে ২ মেয়ে রয়েছে।
এ ঘটনায় নিহতের বড় ছেলে জয়নাল আবেদীন বাদী হয়ে একজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে।
লাশ উদ্ধার করে বুধবার ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে হয়েছে।