শনিবার, ২০ জুন ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্থদের প্রতি এমপি শাওনের সমবেদনা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্থদের প্রতি এমপি শাওনের সমবেদনা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন পৌর ৬নং ওয়ার্ড সদর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৯ টার দিকে উত্তর বাজারে কাঠপট্টি রােডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।
পরে লালমোহন ফায়ার সার্ভিসসহ জেলার আরও ৪টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা মুহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। পরে সংবাদ পেয়ে লালমোহন ফায়ারসার্ভিসসহ আরও কয়েকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দেড়ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এ সময়ের মধ্যে প্রায় ছোট বড় মিলিয়ে প্রায় ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির ধারণা স্থানীয় ও ব্যবসায়ীদের।