শুক্রবার, ১৯ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | ভোলা | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » ভোলায় “বিওজেএ’র” নাম ব্যবহার করে কথিত ভুয়াদের অপতৎপরতা
ভোলায় “বিওজেএ’র” নাম ব্যবহার করে কথিত ভুয়াদের অপতৎপরতা
ভোলা প্রতিনিধি : বাংলাদেশের অনলাইন সাংবাদিকদের সর্বপ্রথম ও প্রধান সংগঠন বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-বিওজেএ। দেশব্যাপী বিওজেএ’র জনপ্রিয়তা দেখে বেশ-কয়েকবার বিওজেএ’র নাম ও লোগো ব্যবহার করে কিছু আন্ডারগ্রাউন্ড পর্যায়ের মানসিক আধা-ভারসাম্যহীন ব্যক্তিবর্গ চোরা-গলিতে বসে ভুয়া কমিটি করার অপচেষ্টা করে ব্যর্থ হয়েছে ।
সম্প্রতি বাংলাদেশের দ্বীপ জেলা ভোলায় তেমনই এক অপচক্র বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-বিওজেএ’র নাম ও লোগো ব্যবহার করে অনৈতিক কর্মকান্ড পরিচালনার খবর পাওয়া যায় ।উল্লেখ্য ২৮/০৭/২০১৩ সালে খলিল উদ্দিন ফরিদের নেতৃত্বে ভোলায় প্রথম বিওজেএ’র জেলা কমিটি করা হয় । সেই থেকে বর্তমান অবদি অত্যন্ত সুনামের সাথে ভোলার জেলা ও থানা কমিটিগুলো পরিচালিত হয়ে আসছে ।
খলিল উদ্দিন ফরিদ বলেন, অন্তত্য দুঃখের সাথে বলতে হচ্ছে, এসব ভূঁইফোড়দের নেগেটিভ কান্ড দেখে হাসবো নাকি কাঁদবো! এরা বিওজেএ’র কেন্দ্র এবং স্থানীয় কমিটিকে না জানিয়ে কিভাবে ও কোন কালো শক্তির উৎসাহে বিওজেএ’র ভুয়া কমিটি তৈরী করে? সে সাথে বিওজেএ’র ব্যানারে তারা অতি সম্প্রতি কথিত একটি মানববন্ধনও করে! খোঁজ নিয়ে জানা গেছে, এরা সকলেই অপেশাদার,কথিত সাংবাদিক নামধারী সাংঘাতিক!