শুক্রবার, ১৯ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ১০৮ পিস ইয়াবাসহ দুইজন আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ১০৮ পিস ইয়াবাসহ দুইজন আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে ১০৮ পিস ইয়াবাসহ আফসার উদ্দিন রাসেল (৪৫) ও হাফিজ (৩৫) নামের দুইজনকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।
শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে লালমোহন বাজার চৌরাস্তা মোড় এলাকা থেকে তাদের কে আটক করা হয়। আটক রাসেল চরফ্যাশন পৌর ৪নং ওয়ার্ড এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে এবং হাফিজ চরফ্যাশন পৌর ৩নং ওয়ার্ড এলাকার আহমদ উল্যাহর ছেলে।
থানা সূত্রে জানা যায়, মাদক অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মোঃ ইউসুফ, এএসআই হাসান মাহমুদ, মাহবুব, জহিরুলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে লালমোহন বাজার চৌরাস্তা এলাকা থেকে রাসেল ও হাফিজ কে আটক করেন। এসময় আটককৃতদের কাছ থেকে ১০৮পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকের সত্যতা নিশ্চিত করে লালমোহন থানা অফিসার ইনচার্জ মীর খায়রুল জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।