বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে বাল্যবিয়ে দিতে গিয়ে জরিমানা গুনলো কনের বাবা।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে বাল্যবিয়ে দিতে গিয়ে জরিমানা গুনলো কনের বাবা।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাটে কিশোরী মেয়ের বাল্যবিয়ে দিতে গিয়ে ৪০হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে কনের বাবা মো. আবুল কাশেম কে।
গত ১৭ জুন বুধবার দুপুরে দুলারহাট থানাধীন আবুবকরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে মেয়েকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে তাকে আটক করে দুলারহাট থানা পুলিশ। পরে বিকালে চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রহুল আমিনের কাছে হাজির করলে তিনি কনের বাবা মোঃ আবুল কাশেমকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
দুলারহাট থানার এসআই শাহ নেওয়াজ বলেন, গত বুধবার দুপুরে কনের বাবার বাড়িতে বিয়ের আয়োজন চলাকালিন সময়ে কনের বাবা মোঃ আবুল কাশেমকে থানায় নিয়ে আসা হয়।
দুলারহাট থানার ওসি মোঃ ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়েকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে আবুল কাশেমকে ভ্রাম্যমান আদালত ৪০ হাজার টাকা জরিমানা করেছে।