বুধবার, ১৭ জুন ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে আবাসনের কর্মহীনদের ত্রাণ তুলে দিলো নৌবাহিনী।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে আবাসনের কর্মহীনদের ত্রাণ তুলে দিলো নৌবাহিনী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসের প্রভাবে ভোলার লালমোহনে আবাসনে থাকা কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ নৌবাহিনী।
বুধবার (১৭ জুন) দুপুরে নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্টের কমান্ডার এম নুর হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম আব্দুল্লাহ মোবারক সাদেক এর নেতৃত্বে উপজেলার লর্ডহার্ডিঞ্জে আবাসন প্রকল্পের ১০০ শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেয় নৌবাহিনী।
বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো আটা, চাল, ছোলা, সুজি, লবণ, পিয়াজ, সয়াবিন তেল ও বিস্কুট।
বিতরণকালে ভোলা কন্টিনজেন্টের কমান্ডার এম নুর হোসেন বলেন, আমরা কর্মহীন অসহায়দের মাঝে ত্রাণ দিতে ভোলা থেকে এখানে এসেছি। প্রতিদিনই আমরা কর্মহীনদের মাঝে ত্রাণ দিয়ে থাকি। এসময় বিনা প্রয়োজনে ঘরের বাহির না হওয়ার আহবান জানান তিনি।
বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হাসান জুলহাসসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও নৌবাহিনীর সদস্যরা।