রবিবার, ১৪ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জমি জবরদখলে বাঁধা দেয়ায় ৩ জনকে পিটিয়ে আহত।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে জমি জবরদখলে বাঁধা দেয়ায় ৩ জনকে পিটিয়ে আহত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জে জমি জবরদখলে বাঁধা দেয়ায় নারীসহ ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড প্যারীমোহন গ্রামের বারেক মিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই বাড়ির সুলতান আহমদ, তার স্ত্রী ফিরোজা বেগম এবং তাদের ছেলে শাহিন।
আহত শাহিন জানায়, প্রায় ৩০/৩৫ বছর আগে তার দাদা আঃ বারেক মিয়ার কাছ থেকে জমি ক্রয় করে তা ভোগদখল করে আসছেন। নিজেদের টাকার প্রয়োজন পড়ায় ক্রয়কৃত জমির অর্ধেক অন্যত্র বিক্রিও করেছিলেন তারা এবং বাকি জমিটুকু নিজেরাই চাষাবাদ করতেন। কিন্ত গত শুক্রবার সকালে হঠাৎই ওই জমি জোরপূর্বক দখল করতে জমিতে চাষ দেয়ার চেষ্টা করে তার ফুফু শাহিদা বেগম। এসময় তাদেরকে এমন জবরদখল করার কারণ জিজ্ঞেস করতে গেলেই সাদ্দাম, রিয়াজ, মোকাম্মেল, জামাল, রিজিয়া, মাসুমাসহ আরও কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে শাহিনের মা ফিরোজা বেগমের উপর হামলা করে। এসময় শাহিনের দাদা আঃ বারেক ও হামলাকারীদের সাথে যোগ দেয়। হামলাকারীদের হাত থেকে মাকে বাঁচাতে শাহীন ও তার বাবা সুলতান আহমদ এগিয়ে এলে তাদের কেও মারধর করে হামলাকারীরা। এতে মা বাবার সাথে শাহিন ও গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আইনের আশ্রয় নেয়া হবে বলেও জানায় ভুক্তভোগী শাহিন।