শনিবার, ১৩ জুন ২০২০
প্রথম পাতা » জাতীয় | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ইন্তেকালঃএমপি শাওনের শোক।।লালমোহন বিডিনিউজ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ইন্তেকালঃএমপি শাওনের শোক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ বর্ষিয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি ইন্তেকাল করেছেন । ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৩ জুন) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এ বর্ষীয়ান নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
শনিবার এক শোক বার্তায় এমপি শাওন বলেন, বাংলাদেশের রাজনীতিতে মোহাম্মদ নাসিমের অবদান স্মরণীয়। আমরা এক উজ্জল নক্ষত্রকে হারালাম।
এসময় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে, তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।