বুধবার, ১০ জুন ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » এমপি শাওনের মহানুভবতায় চিকিৎসা শেষে বাড়ি ফিরলো তজুমদ্দিনের সেই কিশোরী।।লালমোহন বিডিনিউজ
এমপি শাওনের মহানুভবতায় চিকিৎসা শেষে বাড়ি ফিরলো তজুমদ্দিনের সেই কিশোরী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে স্বজনদের ফেলে যাওয়া করোনায় আক্রান্ত সেই মাতৃহীন কিশোরী অবশেষে সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরেছেন।
গৃহপরিচারিকা ওই কিশোরীর যখন করোনা শনাক্ত হয়, তখনই তার চিকিৎসা ব্যয় এমনকি সেবা নিতে অস্বীকৃতি জানায় জন্মদাতা বাবাসহ স্বজনরা। এমন ঘটনা শুনে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের মানবিক হৃদয়ে নাড়া দিয়ে উঠে। সাথে সাথেই ওই কিশোরীর চিকিৎসা ব্যয় গ্রহণের মাধ্যমে তাকে এ্যাম্বুলেন্স ভাড়া করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেন এমপি শাওন। প্রায় দশ দিন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিৎসা পরবর্তী সুস্থ্য হয়ে ০৯ জুন (মঙ্গলবার) বাড়ী ফিরে আসেন ওই করোনাক জয়ী কিশোরী।
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ কবির সোহেল লালমোহন বিডিনিউজ কে জানান, চাঁদপুর ইউনিয়নের কাজিকান্দি গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে শিরিনা আক্তার (১৯) করোনা পজিটিভ ধরা পড়লে পিতা-ভাইসহ স্বজনরা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। খবর পেয়ে ভোলা-৩ তজুমদ্দিন-লালমোহন আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন ব্যক্তিগত ভাবে ওই কিশোরীর সকল ব্যয়ভার গ্রহণ করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে ৩১ মে থেকে ৯ জুন পর্যন্ত চিকিসা নেয়ার পর সুস্থ্য হয়ে ফিরে আসলে কিশোরীকে তার পিতা ও ভাইদের কাছে পৌছে দেয়া হয় বলেও জানান স্বাস্থ্য কর্মকর্তা।
করোনা জয়ী ওই কিশোরীর পিতা মোস্তাফিজুর রহমান লালমোহন বিডিনিউজ কে বলেন, আমরা করোনার ভয় ও আতঙ্কে মেয়ের পাশে থাকতে পারিনি। এমপি নুরুন্নবী চৌধুরী শাওন আমার মেয়েকে ব্যক্তিগত ভাবে চিকিৎসার ব্যবস্থা করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।