বুধবার, ১০ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় বন বিভাগের গাছ কাটায় আটক-১।।লালমোহন বিডিনিউজ
মনপুরায় বন বিভাগের গাছ কাটায় আটক-১।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরার কাজিরচরে বনবিভাগের গাছ কেটে কাঠ করে নেয়ার সময় কামাল নামের একজন কে আটক করেছে বনকর্মীরা।
০৯ জুন (মঙ্গলবার) গোপন সংবাদের ভিত্তিতে ১নং মনপুরা ইউনিয়নের কাজিরচরের স্থানীয় বাসিন্দা কামালকে ৯২.৭৮ কাঠসহ আটক করা হয়। পরে তাকে মনপুরা থানায় সোপর্দ করা হয়।
মনপুরা রেঞ্জকর্মকর্তা সুমন বলেন, গোপন সংবাদ এর ভিতিত্তে কামালকে কাটসহ হাতেনাতে আটক করি। পরে মনপুরা থানায় তার বিরুদ্ধে একটি মামলা রেপেয়ার করি। আগামীকাল বন আইন ১৯২৭ এর ২৬ (১ক) ধারায় তাকে কোটে চালান করা হবে।