সোমবার, ৮ জুন ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » চিনের বিশেষজ্ঞ চিকিৎসকদল ঢাকায়।।লালমোহন বিডিনিউজ
চিনের বিশেষজ্ঞ চিকিৎসকদল ঢাকায়।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি দেখতে চীনের ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল সোমবার ঢাকায় এসেছে। বেলার পৌনে ১২টার দিকে দলটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাদের স্বাগত জানান। শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চীন থেকে ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে এসেছে। তাদের অভ্যার্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এডিশনাল সেক্রেটারি রিনা পারভিন।’