সোমবার, ৮ জুন ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ : নিহত-১।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ : নিহত-১।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে রুবেল চন্দ্র (২৩) নামের একজন নিহত হয়েছে।
সোমবার দুপুর আড়াই দিকে উপজেলার কালমা আলম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৩জন। নিহত রুবেল কালমা ২নং ওয়ার্ডের বাবুল চন্দ্র মজুমদারের ছেলে। আহতরা হলেন, রাকিব (২২), জাকির (৩৫) ও খোকন চন্দ্র কবিরাজ (৪৫)।
লালমােহন থানার এসআই সায়েদুর রহমান লালমোহন বিডিনিউজ ডটকম কে জানান, খবর পেয়ে তাদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে নেয়া হয়। এসময় হাসপাতালেই একজন মারা যান। বাকিদের অবস্থাও গুরুতর হওয়ায় তাদেরকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমোহন বিডিনিউজ ডটকম কে বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর।