রবিবার, ৭ জুন ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনে অযত্নে উপজেলা পরিষদের “জীবাণূনাশক কক্ষ”: করোনা ঝুঁকির আশঙ্কা।। (ভিডিও সহ)
লালমোহনে অযত্নে উপজেলা পরিষদের “জীবাণূনাশক কক্ষ”: করোনা ঝুঁকির আশঙ্কা।। (ভিডিও সহ)
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা পরিষদ ভবনের প্রবেশ মুখের “জীবাণুনাশক কক্ষটি” স্প্রে বিহীন অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে।
নিজ নির্বাচনী এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে লালমোহন উপজেলা পরিষদ, থানা ভবন ও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ মুখে নিজ অর্থায়নে “জীবাণুনাশক কক্ষ” বসিয়েছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। যাতে করে এসব প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ এখানে সেবা নিতে আসা সাধারণ মানুষও হেফাজত থাকতে পারে, সে লক্ষ্যেই এমপি শাওনের এমন উদ্যোগ।
তবে এসব জীবাণুনাশক কক্ষগুলো সচল রাখতে কতটা সচেতনতামূলক ভূমিকা পালন করছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো? তা দেখতেই আজ রবিবার (৭জুন) সকাল ১০টা থেকে প্রায় পৌনে ১১টা পর্যন্ত লালমোহন উপজেলা পরিষদে ভবনের সামনে অবস্থান করে দেখা যায়, জীবাণুনাশক কক্ষের বাইরে দিয়েই যাতায়াত করছেন অফিসের কয়েকজন কর্মচারীসহ সেবা নিতে আসা সাধারণ মানুষ। কেউ মাক্স পরিহিত, কেউ মাক্স ছাড়াই বিভিন্ন অফিসে ঢুকছেন আর বেরুচ্ছেন। এদিকে কক্ষের ভিতর দিয়েও যাতায়াত করছেন কেউ কেউ। তবে কোন স্প্রে না পেয়ে কক্ষের ভিতর থাকা সুইচ অন/অফ করে দেখছেন। কোনভাবেই স্প্রে না পেয়ে বাধ্য হয়েই গন্তব্যে চলে যাচ্ছেন। এসময় কয়েকজন কে দেখা যায়, কক্ষের পাশে থাকা ড্রামের ঢাকনা উঠিয়ে তা পরীক্ষা করছেন। জানতে চাইলে এমন একজন জানানা, সেটাতে জীবাণুনাশক মেশানো পানি ফুরিয়ে গেছে।
এসময় হতাশার সুরে একজন কে বলতে শােনা যায়, অফিস চলাকালীন সময়ের প্রথমেই যেখানে জীবাণুনাশক কক্ষটির স্প্রে পাওয়া যাচ্ছেনা, সেখানে এটা যে কতটা অযত্নে আর অবহেলায় রয়েছে তা বোঝার অবকাশ নেই। এমপি শাওন মহোদয়ের ব্যক্তিগত খরচে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জীবাণুনাশক কক্ষ বসিয়ে যে প্রসংশনীয় উদ্যােগ নিয়েছেন, কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সকলেই সেবা বঞ্চিত হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল হাসান রুমি বলেন, আমি দু-তিনদিন ছুটিতে ছিলাম, তাই বিষয়টি বলতে পারবোনা। তবে দেখে তারপর বলতে পারবো।
https://www.facebook.com/Lalmohanbdnews1/videos/1343382175852097/