শনিবার, ৬ জুন ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলে আহত, নিখোঁজ-১।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলে আহত, নিখোঁজ-১।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি।। ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগরে মেঘনায় মাছ শিকারে গিয়ে বজ্রপাতে ২জন জেলে আহত হয়। এ সময় নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় আরও ১ জেলে।
শনিবার (০৬ জুন) বিকেল ২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলে আবু কালাম মাঝি (৪৫) ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড পাটওয়ারীর হাট এলাকার কাশেম মিঝির ছেলে।
একই নৌকায় থাকা গিয়াসউদ্দিন জানান , নদীতে মাছ ধরার সময় হঠাৎই প্রচণ্ড বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। একসময় নৌকায় আঘাত হানে বজ্রপাত। এসময় নৌকায় থাকা ৭ জনের মধ্যে ২ জন গুরুত্বর আহত হয় এবং ১ জন নদীতে পড়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
এ ঘটনায় ওই জেলে পরিবারে শোকের মাতম চলছে।