শনিবার, ৬ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় বিপুল পরিমান গাঁজাসহ ২জন আটক।।লালমোহন বিডিনিউজ
ভোলায় বিপুল পরিমান গাঁজাসহ ২জন আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলায় ১কেজি ৫০গ্রাম গাঁজাসহ মো: ইউসুফ হাওলাদার (৪০) ও মো: ইকবাল (২৮) নামের দুইজনকে আটক করেছে ভোলা মডেল থানা পুলিশ।
শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের কে আটক করা হয়। আটক ইউসুফ পূর্ব ইলিশা ইউনিয়ন ২নং ওয়ার্ড বাঘার হাওলা গ্রামে মৃত নুরুল হক হাওলাদারের ছেলে ও ইকবাল একই এলাকার বছির মাঝির ছেলে।
থানা সূত্রে জানা যায়, মাদক অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনায়েত হোসেনের নেতৃত্বে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) রতন কুমার শীল ও এএসআই(নিঃ) মোঃ সুজন মাঝি সংঙ্গীয় ফোর্স মাদকসহ মোঃ ইউসুফ হাওলাদার ও মো: ইকবাল কে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ১কেজি ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভোলা মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পরবর্তী আদালতে প্রেরণ করা হয়েছে।