শনিবার, ৬ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ফেসবুকে লালমোহন পৌর কাউন্সিলর কে নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট: থানায় জিডি।।লালমোহন বিডিনিউজ
ফেসবুকে লালমোহন পৌর কাউন্সিলর কে নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট: থানায় জিডি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন পৌরসভার “২নং ওয়ার্ড কাউন্সিলর মো: হেলাল উদ্দিন হাওলাদার “করোনায় পজেটিভ হয়েছেন” শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিভ্রান্তিমূলক পোস্ট করেন “MD Maksud Hawlader” নামের এক ফেসবুকার।
গতকাল শুক্রবার (৫ জুন) রাত প্রায় ১২টার দিকে ওই আইডি থেকে বিভ্রান্তিমূলক পোস্টটি করা হয়। এরপর থেকেই বিভিন্ন স্থান থেকে ফোন ও পৌর ২নং ওয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ব্যপারে কাউন্সিলর হেলাল উদ্দিন “লালমোহন বিডিনিউজ ডটকম” কে জানান, তিনি করোনায় আক্রান্ত নন এবং সম্পূর্ণ সুস্থ রয়েছেন। ফেসবুকে পোস্টকৃত ওই বিভ্রান্তিমূলক পোস্টের তিব্র নিন্দা জ্ঞাপন এবং এ গুজবে কান দিয়ে সকলকে সতর্ক থাকারও আহবান জানিয়েছেন তিনি।
ওই পোস্টকারী সমাজে তাঁকে হেয়প্রতিপন্ন করা এবং ভবিষ্যতে আরও ক্ষতিসাধন করতে পারে এমন আশঙ্কায় শনিবার (৬ জুন) লালমোহন থানায় সাধারণ ডায়েরী করেছেন হেলাল উদ্দিন হাওলাদার।