বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » দেশের আলেমদেরকে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
দেশের আলেমদেরকে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের আলেম সমাজকে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দূর্যোগকালীন সময়ে ইমাম-মোয়াজ্জিনদের বিশেষ অনুদান প্রদানের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছেন।
বৃহস্পতিবার সকালে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা ময়দানে ইমাম-মোয়াজ্জিনদের হাতে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় মহামারী করোনা প্রতিরোধে সকলকে সতর্ক, সচেতন ও সরকার কতৃক ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
পরে উপজেলার ৭শ মসজিদের ১৪ইমাম-মোয়াজ্জিনের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের নগদ ৫হাজার টাকা করে তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় আওয়ামীলীগ নের্তৃবৃন্দ।