বুধবার, ৩ জুন ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিশিষ্টজনদের নামে সড়ক উদ্বোধন করলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিশিষ্টজনদের নামে সড়ক উদ্বোধন করলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে বিশিষ্ট ব্যাক্তিবর্গের নামকরণকৃত সড়কের নামফলক উদ্বােধন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বুধবার (৩ জুন) সকালে এমপি শাওনের উদ্বোধনের মধ্য দিয়ে লালমোহন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিশিষ্ট ব্যাক্তিবর্গের নামে পরিচিতি পেল ২৩টি সড়ক। এদের মধ্যে রয়েছে সাবেক এমএলএ, এমপি, চেয়ারম্যান, মুক্তিযোদ্ধাসহ অনেক বিখ্যাত ব্যাক্তিবর্গের নাম।
উদ্বােধনকালে এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর লালমোহন পৌরসভার অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। রাস্তাঘাট, ব্রিজ, ড্রেণ, কালভার্টসহ নানাবিধ উন্নয়নের ছােঁয়া লেগেছে।
তিনি বলেন, এ পৌরসভাকে আরও আধুনিকায়ন করতে কাজ চলছে। পরে এমপি শাওনের পিতা মরহুম হাজী নুরুল ইসলাম চৌধুরীর নামে নামকরণকৃত রাস্তাসহ বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভা মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিনসহ পৌরসভার বিভিন্ন ওযার্ডের কাউন্সিলর ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।