বুধবার, ৩ জুন ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ইয়াবাসহ আটক-২।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ইয়াবাসহ আটক-২।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ইয়াবাসহ মো: নাসিম (৪৫) ও মো: আজাদ হোসেন (৩৩) নামের দুইজন কে ৫পিস ইয়াবাসহ আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
বুধবার (৩ জুন) সকাল ১০টার দিকে পৌর ২নং ওয়ার্ড ওবায়েদ মিয়ার বসতঘর থেকে তাদেরকে আটক করা হয়। আটক নাসিম ওরপে নাছু ওই ওয়ার্ডের মৃত ওবায়দুল হকের ছেলে এবং মো: আজাদ হোসেন ওরপে সোহেল হাওলাদার একই ওয়ার্ডের ইয়াসিন হাওলাদারের ছেলে।
জানা যায়, বুধবার সকালে বোরহানউদ্দিন থানার এসআই মোঃ মোহাইমিনুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার অভিযানকালে পৌরসভা ০২নং ওয়ার্ডস্থ ওবায়েদ মিয়ার বসতঘর থেকে দুজন কে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৫পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৩, তারিখ-০৩ জুন ২০২০।