বুধবার, ২৬ আগস্ট ২০১৫
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
লালমোহন বিডিনিউজ, রাশেল সিকদার ঢাকা : কৃষি খাতের অগ্রগতি এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আগামী নভেম্বরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠানে এই ডিগ্রি প্রদান করা হবে।
শেকৃবির ভিসি অধ্যাপক শাদাত উল্লাহ সাংবাদিকদের একথা জানান।
ভিসি জানান, দেশের কৃষির অগ্রগতি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বর্তমান সরকার ও কৃষকরত্ন খ্যাত শেখ হাসিনার অবদান রয়েছে। এছাড়া এই বিশ্ববিদ্যালয় তার ইচ্ছাতেই প্রতিষ্ঠিত হয়েছে। কৃষিতে অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অমরা সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়ার ঘোষণা দিলাম।