রবিবার, ৩১ মে ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ৫জুয়ারীর কারাদণ্ড।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ৫জুয়ারীর কারাদণ্ড।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ৫ জুয়ারীকে ১৪দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩১ মে) ওই জুয়ারীদের কারাদণ্ড দেয়া হয়।
জানা যায়, রবিবার দুপুরে বোরহানউদ্দিন থানার এসআই (নিঃ) মোঃ মোহাইমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অভিয়ান চালিয়ে উপজেলার কুতুবা ০৩নং ওয়ার্ড থেকে জুয়া (তাস) খেলাবস্থায় মোঃ হাসেম মিঝি (৪২), মোঃ শহিদ হাওলাদার, মোঃ রোকন মাতব্বর স্বপন (৩৩), মোঃ রিয়াজ উদ্দিন ও মোঃ রিয়াজ খান কে আটক করেন।
পরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার এর ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের হাজির করা হলে প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।