রবিবার, ৩১ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » কৃষিখাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় দেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
কৃষিখাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় দেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় দেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ণ। দেশের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছেন তিনি। কৃষি নির্ভর দেশের কৃষকদের বাঁচাতে ভতূর্কি দিয়ে কৃষিপণ্য ও যন্ত্রপাতি দিচ্ছেন। কৃষককে লোকসানের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করছে সরকার।
রবিবার সকাল ১০ ঘটিকায় তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা শম্ভুপুর ও চাঁদপুর ইউনিয়নের ৬৩৬ জন কার্ডধারী কৃষকের মধ্যে থেকে লটারীর মাধ্যমে ৪২৮ জন কৃষক নির্বাচিত হন। এবছর প্রতি কেজি ২৬ টাকা ধরে ২শ ১৪ মেঃ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উন্মুক্ত লটারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন, খাদ্য নিয়ন্ত্রক অবনী মোহন দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদ খান প্রমুখ।