রবিবার, ৩১ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | দৌলতখান | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » দৌলতখানে পৃথক স্থানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
দৌলতখানে পৃথক স্থানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৩১ মে) দুপুরে উপজেলার চর খলিফা ইউনিয়নে ও পৌর ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো, ভোলা সদরের বাপ্তা গ্রামের মো. সুমনের দেড় বছর বসয়ী ছেলে আরাবি ও চর খলিফা গ্রামের আলামিনের ছেলে হাবিব (২)।
স্থানীয়রা জানান, পরিবারের লোকজনের অজান্তে পুকুরে ডুবে যায় ফারাবি নামে একটি শিশু। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, দুপুরে উপজেলার চর খলিফা এলাকায় খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায় শিশু হাবিব।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।