
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০১৫
প্রথম পাতা » দৌলতখান | শিরোনাম | সর্বশেষ » দৌলতখানে চোরাই পথের ১৩ ব্যারেল ডিজেল আটক করেছে কোস্টগার্ড
দৌলতখানে চোরাই পথের ১৩ ব্যারেল ডিজেল আটক করেছে কোস্টগার্ড
ভোলা সংবাদদাতা : ভোলার দৌলতখান উপজেলায় চোরাই পথে পাচারকালে ১৩ ব্যারেল ডিজেলসহ একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার মেঘনার বটতলা নামক এলাকা থেকে ডিজেলের ব্যারেলগুলো আটক করা হয়। কোস্টগার্ড জানিয়েছে, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। দলটি মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযানের একপর্যায়ে বটতলা নামক এলাকায় তেলবাহী একটি ট্রলার দেখতে পায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি দ্রুত পালানোর চেষ্টা করে। একপর্যায়ে কোস্টগার্ড ট্রলারটিকে ধাওয়া করে ধরতে সক্ষম হলেও পাচারকারীরা পালিয়ে যায়। তবে ডিজেল ও ট্রলার জব্দ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. মুজাহিদ বলেন, জব্দকৃত ডিজেলের মূল্য তিন লাখ টাকা। এসব ডিজেল দৌলখান থানায় জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, দৌলতখানের বিভিন্ন পয়েন্টে প্রতিদিন জ্বালানি তেল, সয়াবিন, পেট্রোল, ডিজেলসহ বিভিন্ন পণ্য পাচার হয়ে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান থাকলেও ফাঁক-ফোকড় দিয়ে বিভিন্ন কৌশলে তারা চোরাই পথে পাচার করে আসছে। মাঝে মধ্যে এসব তেল ধরা পড়লেও থেমে নেই চোরকারবারীরা।