শনিবার, ৩০ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ইটভাটা শ্রমিকদের খাদ্য সামগ্রী ও মায়েদের হাতে শিশুখাদ্য তুলে দিয়েছেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ইটভাটা শ্রমিকদের খাদ্য সামগ্রী ও মায়েদের হাতে শিশুখাদ্য তুলে দিয়েছেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
নিজস্ব প্রতিনিধি : মহামারী করোনার প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া ভোলার লালমোহনের ৫ শতাধিক ইটভাটা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী ও হতদরিদ্র মায়েদের মাঝে শিশু খাদ্য বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
শনিবার (৩০ মে) সকালে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনে উপজেলা ইটভাটা মালিক সমিতির উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে শ্রমিকদের হাতে এসব সামগ্রী তুলে দেন এমপি শাওন।
এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ৩৮০জন মায়ের হাতে ঈদ পরবর্তী প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল হাসান রুমি, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ইটভাটা মালিক সমিতির আহবায়ক আবুল কাশেম চেয়ারম্যান প্রমূখ।