
সোমবার, ২৫ মে ২০২০
প্রথম পাতা » জাতীয় | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » করোনা আক্রান্তে শীর্ষ ১০-এ ভারত।।লালমোহন বিডিনিউজ
করোনা আক্রান্তে শীর্ষ ১০-এ ভারত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের হিসাবে শীর্ষ ১০ দেশের মধ্যে ঢুকে পড়েছে ভারত। গত চার দিন দেশটিতে রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছে।
দ্যা হিন্দুর সোমবার দুপুরের আপডেট অনুযায়ী, ভারতে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৪৯ হাজার ১৮ জনের। মারা গেছেন ৪ হাজার ২৪ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল বুলেটিনে সোমবার সকালে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬ হাজার ৯৭৭ জন। এ সময় মৃত্যু হয়েছে ১৫৪ জনের।
করোনা সংক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের থেকে এগিয়ে রয়েছে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইতালি, ফ্রান্স ও জার্মানি।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে গিয়েছে ১৯৬টি দেশে।
করোনার বিস্তার ঠেকাতে গত দুই মাস ধরে ভারতে চলছে লকডাউন। কিন্তু কিছুদিন ধরেই লকডাউনে নানা শিথিলতার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা।
এরই মধ্যে সোমবার থেকে আন্তঃরাজ্য বিমান পরিষেবা শুরু হতে চলেছে। জুন মাসের মধ্যে আন্তর্জাতিক উড়ানও চালু হবে বলে কেন্দ্রীয় বিমানমন্ত্রী জানিয়েছেন।
গত চার দিন ধরে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায়। গত সপ্তাহে লকডাউন কিছুটা শিথিল করার পরই পাঁচ দিনে ব্যাপক হারে করোনা শনাক্ত হয়।