রবিবার, ২৪ মে ২০২০
প্রথম পাতা » জাতীয় | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » বরিশালের অর্ধশত গ্রামে আজ আগাম ঈদ।।লালমোহন বিডিনিউজ
বরিশালের অর্ধশত গ্রামে আজ আগাম ঈদ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বরিশাল প্রতিনিধি : পবিত্র ঈদূল ফিতরের আগাম ঈদ পালন করছে বরিশাল বিভাগের চার জেলার প্রায় অর্ধশত গ্রাম। এরা চট্টগ্রামের চন্দনাইশ শাহ্সুফি দরবার শরীফের অনুসারী। এই তরিকার অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদসহ যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।
এই রীতির অনুসারী মুসল্লীরা জানান, করোনার কারণে স্বাস্থ্যবিধি অনুসারণ করেই এবার ঈদের জামাতের আয়োজন করেছেন।
তারা জানান, বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি গ্রামে, পটুয়াখালীর ২২ গ্রামে, বরগুনা জেলার আমতলী, পাথরঘাটা, বরগুনা সদর, বেতাগী উপজেলার প্রায় ৫ হাজার মানুষ এবং দ্বীপ জেলা ভোলার পাঁচ উপজেলার ১০টি গ্রামের প্রায় ৫ হাজার পরিবার আজ আগাম ঈদ উদযাপন করছেন।
বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী এলাকার দুটি মসজিদে অনুষ্ঠিত হবে এই রীতির অনুসারীদের আগাম ঈদের জামাত। ওই এলাকার জাহ্গিরিয়া শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে সকাল ৯টায় ঈদ জামাতের আয়াজন করা হয়েছে।
এই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন মিঠু জানান, ঈদ জামাতসহ অন্যান্য ধর্মীয় রীতি পালনের প্রস্তুতি নিয়েছেন তারা। তবে করোনার কারণে এবার ঈদের আনন্দ নেই মানুষের মনে।