
শনিবার, ২৩ মে ২০২০
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনের নিহত দুই ছাত্রদল নেতার পরিবারকে ঈদ সামগ্রী উপহার।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনের নিহত দুই ছাত্রদল নেতার পরিবারকে ঈদ সামগ্রী উপহার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কামরুজ্জামান শাহীন, চরফ্যাশন : ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিহত শহীদ আঃ রাজ্জাক রাজা ও শহীদ আরিফুর রহমান মুকুলের পরিবারকে ঈদ সামগ্রী উপহার হিসেবে পৌছে দেন উপজেলা ছাত্রদল।
শনিবার(২৩ মে) সকালে শহীদ আঃ রাজ্জাক রাজা ও আরিফুর রহমান মুকুলের বাড়ি গিয়ে এসব ঈদ উপহার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
চরফ্যাশন উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারন সম্পাদক খান রাসেল জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চরফ্যাশন মনপুরার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের পক্ষে এসব ঈদ উপহার পৌছে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ নোমান, সাধারন সম্পাদক খান রাসেলসহ উপজেলা ছাত্রদল,কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।