শনিবার, ২৩ মে ২০২০
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » প্রবাসী জাকিরের ব্যতিক্রমধর্মী উদ্যোগ।।লালমোহন বিডিনিউজ
প্রবাসী জাকিরের ব্যতিক্রমধর্মী উদ্যোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মিজানুর রহমান, বোরহানউদ্দিন : মহামারী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দূস্থ-অসহায়দের মাঝে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন মালয়েশিয়া প্রবাসী শাহীন জাকির। সেলফি নয়, বরং মনের ইচ্ছা ও মানবসেবার প্রত্যয়ে অসহায়দের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আলোচনায় এই প্রবাসী। ভোলার বোরহানউদ্দিন উপজেলাধীন দঃ বাটামারা ইউনিয়নের রমিজ উদ্দিন পাটোয়ারী বাড়ির শাহিন জাকির। বর্তমান চরফ্যাশন ওমরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বসবাস করছেন তিনি।
দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকলেও আওয়ামী লীগপন্হী জনদরদী নেতা বিদেশে গিয়েও থেমে নেই।
হয়েছেন শ্রমিক লীগ সেন্ট্রাল কমিটির মালয়েশিয়া শাখার সহ-সভাপতি এবং BDF এর মালয়েশিয়া শাখার সভাপতি। করোনার প্রাদুর্ভাবের কারণে ছুটিতে এসে আর মালেশিয়ায় ফেরা হচ্ছে না তার।
দেশের এই ক্রান্তিলগ্নবস্থায় কিছুটা দিন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এবং এই সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী এবং নগদ ৫০০ টাকা করে অনুদান দিয়েছেন প্রায় ৬০ জন পরিবারের মাঝে। ঈদ উপলক্ষে শাড়ি, লুঙ্গি দিয়েছেন প্রায় দুইশত পরিবারের মাঝে।
কিন্তু আশ্চর্যের বিষয়, এই ত্রাণ দিয়েও কোন সেলফি তুলেননি তিনি। সেলফি তুলতে ইচ্ছুক ও নন।
তার এমন ব্যতিক্রমী উদ্যোগের বিষয়টি সাংবাদিক মিজানুর রহমানের নজরে এলে প্রবাসী শাহীন জাকিরের কাছে এমন উদ্যোগের বিষয়ে জানতে চান তিনি।
এসময় শাহিন জাকির বলেন, এভাবে পর্দার আড়াল থেকেই ওমরপুর ইউনিয়নের মানুষের সেবা করে যেতে চান তিনি। মহামারী করোনার প্রাদুর্ভাবকালে ওমরপুর ইউনিয়নের মানুষের পাশে আছেন এবং থাকবেন এমন আশার কথাই জানালেন এই প্রবাসী।
বর্তমান সমাজে প্রবাসী শাহীন জাকিরের এমন উদ্যোগ দেখে প্রশ্ন জাগে, বাংলাদেশে এরকম মানুষ এখনো আছে?