শুক্রবার, ২২ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় পদক্ষেপের ঈদ উপহার পেলো ৮ শতাধিক দরিদ্র পরিবার।।লালমোহন বিডিনিউজ
ভোলায় পদক্ষেপের ঈদ উপহার পেলো ৮ শতাধিক দরিদ্র পরিবার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পরা ভোলায় ৮শ’ কর্মহীন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পৃথখ পৃথকভাবে নিজস্ব অর্থায়নে ঈদের উপহার সামগ্রী বিরতণ করেছে ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সালাম মাস্টার ও মানবিক উন্নয়ন সংস্থা পদক্ষেপ।
শুক্রবার দুপুরে ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার বাড়ির সামনে ৭ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ও ভোলার দৌলতখান উপজেলার দলিল উদ্দিন খায়েরহাট বাজারে মানবিক উন্নয়ন সংস্থা পদক্ষেপের পক্ষ থেকে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী চাল, ডাল, আলু, চিনি, সেমাই,দুধ, লুডুস, সাবান, মাস্ক বিরতণ করেন।
পদক্ষেপের উপহার সামগ্রী বিরতণ অনুষ্ঠানে পদক্ষেপের জোনাল ম্যানেজার মোঃ রুহুল কুদ্দূসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম খান। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পদক্ষেপের ভোলার এরিয়া ম্যানেজার উত্তম কুমার সরকারসহ প্রমূখ।