বৃহস্পতিবার, ২১ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনা ভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে চট্টগ্রাম জেলা পুলিশের কনস্টবেল মোখলেসুর রহমান আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে মারা গেছেন । এ নিয়ে এ পর্যন্ত সারা দেশে ১০ জন পুলিশ সদস্যের মৃত্যু হলো।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গণমাধ্যম) সোহেল রানা বলেন, মোখলেসুর রহমান মানুষকে সুরক্ষা দিতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। তাঁর এই মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একদিকে যেমন গর্বিত, অন্যদিকে তাঁর অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত। বাংলাদেশ পুলিশ তাঁর পরিবারের পাশে থাকবে।