মঙ্গলবার, ১৯ মে ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে নবজাতক কে হত্যার অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে নবজাতক কে হত্যার অভিযোগ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন করার অপচেষ্টায় এক নবজাতক কে হত্যার অভিযোগ উঠেছে গৃহবধূর নানা নানীর বিরুদ্ধে ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ১নং ওয়ার্ড গোদা খালী গ্রামের সাফু মাঝির ছেলে নয়ন ও পাশ্ববর্তী বাড়ির আলাউদ্দিন ড্রাইভারের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। পরে বছর খানেক আগে তারা পালিয়ে বিয়ে করে। একদিকে ছেলের পরিবারের সাথে পূর্ব বিরোধ আবার মেয়েকে পালিয়ে বিয়ে করার কারণে মেনে নেয়নি আলাউদ্দিন ড্রাইভার। তাই স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন করার চেষ্টায় লিপ্ত হয় মেয়ের বাবা ও নানা ছিডু হাওলাদারসহ ওই পরিবার। তাই নয়নসহ তার পরিবারের কয়েকজনকে বিবাদী করে অপহরণ মামলা করেও আলাউদ্দিন ড্রাইভার।
পরে বিষয়টি কিছুদিন আগে আপোষ হলে শ্বশুর বাড়ির আবদারে গর্ভবতী স্ত্রীকে শ্বশুরালয়ে পাঠায় নয়ন।
সেখান থেকে গজারিয়া গ্রামের ৬নং ওয়ার্ডের নানা ছিডু মিয়ার বাড়িতে বেড়াতে গেলে ওখানেই সন্তান প্রসব নয়নের স্ত্রী। নবজাতকটি জীবিত না মৃত তা নিয়ে লুকোচুরি করতে থাকে ছিডু মিয়ার পরিবার।
নয়ন আরও অভিযোগ করেন, তার সন্তান জীবিত ছিল। জন্মের পরপরই প্রসব বেদনায় কাতর হয়ে অচেতন থাকায় তার স্ত্রীর কাছ থেকে সন্তান সরিয়ে নিয়ে তাকে মেরে ফেলেছে বলেও অভিযোগ তার। তাই সন্তান হত্যার বিচার দাবি করেছে সে।
এ বিষয়ে জানতে চাইলে ছিডু মিয়া জানান, তার নাতনিকে জ্বিনে ধরছে। সে হামেল অবস্থায় ছিল। প্রসবের পর সন্তান মরে গেলে মাটি দেওয়া হয়েছে। এসময় ও নবজাতকের কবরও দেখান তিনি। তবে ভূমিষ্ট হওয়ার পর নবজাতকটি জীবিত নাকি মৃত ছিল এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি।
ছিডু মিয়ার স্ত্রীর কাছে জানতে চাইলে তিনিও নবজাতকের জীবিত মৃতের বিষয় এড়িয়ে গিয়ে ধাত্রীর সাথে যোগাযােগ করতে বলেন। তবে ধাত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
গৃহবধূর বাবা আলা উদ্দিন ড্রাইভার বলেন, সন্তান জীবিত ছিল নাকি মৃত ছিল তা তিনি জানেন না। তবে হুজুর ডেকে জানাযা পড়ানো শেষে দাফন করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে নবজাতকের মায়ের সঙ্গে কথা বলতে তাকে তার বাবার বাড়ি পাঠানো হয়েছে বলে জানান নানা ছিডু মিয়া। তবে ওই বাড়িতে খোঁজ নিলে বাবা আলাউদ্দিন ড্রাইভার ও ফুফা রুহুল আমিন জানান, সে অসুস্থ্য, তাকে ঢাকায় পাঠানো হয়েছে।