
মঙ্গলবার, ১৯ মে ২০২০
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ৭ব্যবসায়ী ও ১পথচারীকে জরিমানা
লালমোহনে ৭ব্যবসায়ী ও ১পথচারীকে জরিমানা
নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনের পৌর সদর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে মূল্য তালিকা না থাকায় ৭ব্যবসায়ী ও করোনায় সুরক্ষা সামগ্রী ব্যবহার না করায় এক পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে তাদেরকে জরিমানা করেন নির্বাহী মেজিস্ট্রেট (ভোলা) জিমরাণ মোহাম্মদ সায়েম এর ভ্রাম্যমাণ আদালত।
জরিমানাকৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো- রাফি ভ্যারাইটিজ ষ্টাের, মিজান ষ্টোর এবং ঝর্ণা ফ্যাশন এণ্ড ফেব্রিক্স, সাকিব হার্ডওয়ার, ফারিয়া এণ্ড তাহা ট্রেডার্স, সিংঙ্গার শোরুম এণ্ড মোবাইল প্লাস কে মোট ১৭৫০০টাকা জরিমানা করা হয় এবং স্বাস্থ্যবিধি না মেনে মাক্সবিহীন ঘোরাঘুরির কারণে এক পথচারীকে ৫০০টাকা জরিমানা করা হয়।
নির্বাহী মেজিস্ট্রেট জিমরাণ হোসেন সায়েম জানান, মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ী ও সরকারের স্বাস্থ্যবিধি অমান্য করায় পথচারীকেও জরিমানা করা হয়েছে। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন থানার ওসি (তদন্ত) মো: বশির আলম, এএসআই হাসান, সাংবাদিক শাহীন কুতুব প্রমূখ।