রবিবার, ২৩ আগস্ট ২০১৫
প্রথম পাতা » শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » ২০১৫ সালের শিক্ষক নিবন্ধনে দুই হাজার পরীক্ষার্থী প্রবেশপত্র পায়নি
২০১৫ সালের শিক্ষক নিবন্ধনে দুই হাজার পরীক্ষার্থী প্রবেশপত্র পায়নি
লালমোহন বিডিনিউজ ,সাইফ বাবলু ঢাকা : ২০১৫ সালের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ গ্রহণ করতে যাওয়া প্রায় দুই হাজার পরীক্ষার্থী এখনও প্রবেশ পত্র পায়নি।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় শতাধিক পরীক্ষার্থী মানববন্ধন থেকে এই অভিযোগ করেন।
তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ’র অবহেলার কারণে দুই হাজার পরীক্ষার্থী প্রবেশপত্র পায়নি। চলতি মাসের ৩১ তারিখে পরীক্ষা। আমাদের বাদ দিয়ে যেন এই পরীক্ষা না হয়। প্রবেশপত্র ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের নিকট আবেদন জানান তারা।
বক্তারা এনটিআরসিএকে অভিযুক্ত করে তারা বলেন,চিঠি আনা-নেয়া সংক্রান্ত অবহেলার কারণে প্রবেশপত্র পায়নি শিক্ষার্থীরা।
মানববন্ধনে প্রায় শতাধিক শিক্ষার্থীসহ তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।