রবিবার, ১৭ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » মনপুরায় নতুন করে দুইজন করোনায় আক্রান্ত: ১৪ ঘর লকডাউন।।লালমোহন বিডিনিউজ
মনপুরায় নতুন করে দুইজন করোনায় আক্রান্ত: ১৪ ঘর লকডাউন।।লালমোহন বিডিনিউজ
মনপুরার প্রতিনিধি : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ঢাকা আসা নতুন ২জনের করোনা শনাক্ত হওয়ায় দুই ইউনিয়নের ১৪ টি ঘর লকডাউন করলো উপজেলা প্রশাসন।
রবিবার দুপুর ১২ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সাব্বির হোসেন ও ডাঃ রাফেদুল ইসলাম, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ কাজল, পুলিশের এস.আই সঞ্জীব চন্দ্র দাস ও এস.আই আহসান হেলথ স্যানেটারী ডাক্তার জসিম উদ্দিন নতুন আক্রান্তদের ঘরসহ দুই ইউনিয়নের ১৪টি ঘরের সামনে লাল পতাকা টানিয়ে লকডাউন করেন। এর মধ্যে হাজিরহাট ইউনিয়নে চারটি ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ১০ টি ঘর লকডাউন করা হয়েছে।
এর আগে শনিবার রাত ৯ টায় নতুন দুই জনের করোনা পজেটিভ নমুনার পরীক্ষার ফলাফলের তথ্য মেইলযোগে পেয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ওই রাতেই নতুন আক্রান্ত দুই জনকে এ্যাম্বুলেন্সযোগে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, আক্রান্ত দুইজনের একজন হাজিরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি ঢাকার সদরঘাটে আলুর ব্যবসায়ী । গত ৮ মে তিনি মনপুরায় আসেন। অপর নতুন করোনা আক্রান্ত ব্যাক্তি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা । তিনি আশুলিয়ায় একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে স্ত্রীসহ কাজ করতেন। সে স্ত্রী সালমাকে নিয়ে মনপুরায় ফিরেন ১০ মে।
মনপুরা উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ জানান, আক্রান্ত দুই জনকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। দুইজনই সুস্থ্য রয়েছেন। তাদের শরীরে কোন উপসর্গ নেই। তাদের বাড়ি লকডাউন করতে স্বাস্থ্য কর্মীরা গেছেন।