শনিবার, ১৬ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ভোলায় করোনা নমুনা সংগ্রহের বুথ চালু।।লালমোহন বিডিনিউজ
ভোলায় করোনা নমুনা সংগ্রহের বুথ চালু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলার ৩টি হাসপাতালে চালু হয়েছে করোনা নমুনা সংগ্রহের বুথ।
শনিবার (১৬ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন হাসপাতালে ব্যক্তি উদ্যোগে একযোগে এ বুথের উদ্বোধন করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। এ বুথে জেলার মানুষ সহজেই নমুনা সংগ্রহ করতে পারবে।
প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এসব বুথ খোলা থাকবে। এসময় তোফায়েল আহমেদ বলেন, করোনা পরীক্ষার জন্য খুব দ্রুত জেলায় পিসিআর ল্যাব ও আইসিইউ বেড স্থাপন করা হবে।