
রবিবার, ২৩ আগস্ট ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে জমি দখল
চরফ্যাশনে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে জমি দখল
চরফ্যাশন সংবাদদাতা : ভোলার চরফ্যাশনে বৃদ্ধ পিতা এবং একমাত্র পুত্রকে চাদাবাজীর মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে তাদের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নীল কমল ইউনিয়নের চর যমুনা গ্রামে এ ঘটনা ঘটে। ঐ মামলায় পরিবারটির আরো ৩ জন নারী এবং ১ জন পুরুষ আত্মীয়কেও আসামী করা হয়। মামলা নং ১৪।
বর্তমানে ঐ পরিবারটি দিশেহারা হয়ে এখানে সেখানে সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছে।
এ অবস্থায় আইন প্রশাসনের সহযোগীতা কামনা করছে পরিবারটি।
ঘটনার শিকার বৃদ্ধ নুর মোহাম্মদ (৫৫) জানান, নীলকমল ইউনিয়নের চর যমুনা মৌজায় আমার বাড়ি। আমার জমি সংলগ্ন স্থানীয় মোহারের কাছ থেকে ১ গন্ডা জমি কেনে আমাদের প্রতিবেশি নুর ইসলামের ছেলে ফারুক। কিন্তু বাস্তবে জমি না থাকায় মোতাহার, ফারুককে জমি বুঝিয়ে দিতে পারছে না। এ ভাবে যায় বহু দিন। গত বেশ কিছু দিন ধরে আমার জমির মধ্যে ফারুককে বসানোর চেষ্টা চালায় মোতাহার। এক পর্যায়ে আমার পরিবারের দর্বলতার সুযোগ নিয়ে গত ১৩ আগষ্ট থানায় একটি মিথ্যা চাদাবাজী মামলা করে ফারুক। মামলা করার সাথে সাথে ফারুক, মোবাইল ফোনে তল্লাশী করে করে আমাদের পুলিশে ধরিয়ে দেয়। আমরা কিছুই বুঝতে পারিনি। পরে দিনে রাতে জমি দখল করে ঘর তুলে ফেলে ফারুক। আর মামলার স্বাক্ষী হয় মোতাহার। ৩দিন হাজতে থাকার পর বৃদ্ধ নুর মোহাম্মদ জামিনে মুক্তি পেলেও তার একমাত্র ছেলে ইব্রাহিম মুক্তি পায়নি। যার কারনে ফারুকের ভয়ে বাড়ি ফিরতে পারছে না বৃদ্ধ নুর মোহাম্মদ।