শনিবার, ১৬ মে ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » মেয়র হিসেবে দায়িত্ব নিলেন তাপস।।লালমোহন বিডিনিউজ
মেয়র হিসেবে দায়িত্ব নিলেন তাপস।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দায়িত্ব নিয়েছেন শেখ ফজলে নূর তাপস। আইনি বাধ্যবাধকতার কারণে নির্বাচিত হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর মেয়রের চেয়ারে বসলেন তাপস।
আজ শনিবার বেলা ১টার দিকে নগর ভবনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন তাপস। এরপর গত ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে শপথ নেন তিনি।
দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপসের স্ত্রী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর এবং ডিএসসিসির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী, মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বোর্ড সভা থেকে তার মেয়াদকাল শুরু হবে। নতুন মেয়র যেদিন কাউন্সিলরদের নিয়ে প্রথম সভা করবেন সেদিন থেকেই শুরু হবে তার ৫ বছরের মেয়াদকাল।
সদ্য বিদায়ী মেয়র সাঈদ খোকন নির্বাচিত হওয়ার পর ১৬ ই মে প্রথম বোর্ড সভা করেছিলেন। আইনি বাধ্যবাধকতার কারণে নির্বাচিত হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর মেয়রের চেয়ারে বসলেন তাপস।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তর উত্তম কুমার রায় বলেছেন, মেয়র হিসেবে ১৭ মে প্রথম অফিস করার মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।