বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » এমপি শাওনের নিজ উদ্যোগে ভোলায় স্বয়ংক্রিয় জীবাণূনাশক টানেল স্থাপন।।লালমোহন বিডিনিউজ
এমপি শাওনের নিজ উদ্যোগে ভোলায় স্বয়ংক্রিয় জীবাণূনাশক টানেল স্থাপন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু: বর্তমান মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভোলা জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয় এবং হাসপাতালসহ গুরুত্বপূর্ণ ১০টি স্থানে “স্বয়ংক্রিয় জীবাণুনাশক টানেল” স্থাপন করা হয়েছে।
বৃহ¯পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশ পথে এ টানেলের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধূরী শাওন। এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের নিজ উদ্যোগে ও অর্থায়নে এসব টানেল স্থাপন করা হয়। পরে ভোলা হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফদের জন্য সুরক্ষা সামগ্রী জেলা প্রশাসকের হাতে তুলে দেন তিনি।
টানেল স্থাপন সম্পর্কে ক্রাইম বাংলা নিউজেক এমপি শাওন বলেন, মাননীয় প্রাধানমন্ত্রীর ৩১ বিধির আলোকে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। যারা দেশের মানুষের কল্যাণে কাজ করবে তাদের সুরক্ষার জন্য এসব “স্বয়ংক্রিয় জীবানুনাশক টানেল” ব্যবস্থা চালু করা হয়েছে বলেও জানান তিনি।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা প্রেশাসক মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা প্রমুখ।