বুধবার, ১৩ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু: নমুনা সংগ্রহের আগেই দাফন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু: নমুনা সংগ্রহের আগেই দাফন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নুরজাহান নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তবে তার নমুনা সংগ্রহের আগেই দাফন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজার এলাকায় ওই গৃহবধুর মৃত্যু হয়।
জানা যায়, চতলা বাজারের দক্ষিণ পাশে ভুলি বাড়ির আব্দুস সোবহানের স্ত্রী নুরজাহান ১৭ দিন আগে ঢাকা থেকে এলাকায় আসে। তিনি হাঁপানি রোগ ছিল ভূগছিলেন। শ্বাসকষ্ট থাকায় ৮/১০ দিন আগে ভোলা সদর হাসপাতালে ভর্তিও হয়েছিল নুরজাহান। সেখান থেকে বাড়ি আসলে মঙ্গলবার সকাল ১০টায় বাড়িতেই তার মৃত্যু হয়।
পরে বুধবার সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান ওই গৃহবধুর বাড়িতে যান। তবে তিনি যাওয়ার আগেই লাশ দাফন সম্পন্ন হওয়ায় কোন নমুনা সংগ্রহ করা যায়নি বলে জানান হাসপাতালের এ কর্মকর্তা।
ডা: মিজানুর রহমান বলেন, মৃতের নমুনা সংগ্রহ করা না গেলেও আগামীকাল (বৃহস্পতিবার) তার পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হবে।