মঙ্গলবার, ১২ মে ২০২০
প্রথম পাতা » অপরাধ | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে ৫৩ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে ৫৩ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে মো. মনির হোসেন (২৫) নামের এক যুবককে ৫৩ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২মে) বিকাল পৌনে ৩ টার দিকে উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের দক্ষিণ চর নাজিমউদ্দিন ৮ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. মনির হোসেন উপজেলার দক্ষিণ নাজিমউদ্দিন ৮ নং ওয়ার্ডের ইউনুছ বেপারীর ছেলে।
চরফ্যাশন থানা সূত্র জানায়, মঙ্গলবার বিকাল পৌনে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) মো. আজিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের দক্ষিণ চর নাজিমউদ্দিন ৮ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো. মনির হোসেন নামের এক যুবককের কাছ থেকে ৫৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) মো, সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।