মঙ্গলবার, ১২ মে ২০২০
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » সহকারী সার্জন হিসেবে ভোলা সদর হাসপাতালে যোগদান করলেন চরফ্যাশনের সন্তান ডাঃ সুমন।।লালমোহন বিডিনিউজ
সহকারী সার্জন হিসেবে ভোলা সদর হাসপাতালে যোগদান করলেন চরফ্যাশনের সন্তান ডাঃ সুমন।।লালমোহন বিডিনিউজ
কামরুজ্জামান শাহীন, ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার কৃতি সন্তান ডাক্তার মো.আশরাফুল ইসলাম সুমন ভোলা সদর হাসপাতালে যোগদান করেছেন।
মঙ্গলবার(১২ মে) দুপুর ১২ টায় ভোলা জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীর কাছে যোগদান করেন।
ডা. মো.আশরাফুল ইসলাম সুমন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার এওয়াজপুর ৬নং ওয়ার্ডের বাসিন্দা। চরফ্যাশন পৌর ৯নং ওয়াডের্র আজাহার মুন্সি বাড়ি দাদা বাড়ি । পিতা মো.আবুল কালাম আজাদ অবসর প্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মাতা মমতাজ বেগম একই ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। সুমন পরিবারের ৪ ভাই বোনের মধ্যে কনিষ্ঠ ছেলে। ছাত্র জীবন থেকে সে খুব মেধাবী ছিলেন। বড় ভাই মো. মাইনুল ইসলাম রিটু স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারী হিসেবে এওয়াজপুর ইউনিয়নে কর্মরত আছেন।
পিতা মো.আবুল কালাম আজাদ ও মাতা মমতাজ বেগম ছেলের এই সাফল্যে অনেক আনন্দিত, তাই আল্লাহ কাছে শুকরিয়া আদায় করে ছেলের সুখ,শান্তি ও দীর্ঘাঘু কামনা করেন।
ডা. সুমন শশীভূষণ সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে পঞ্চম শ্রেনী,শশীভূষন মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি ও চরফ্যাশন সরকারী কলেজ হতে এইচএসসি এবং ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হতে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। সর্ব শেষ গত ৩৯ তম বিসিএস পরীক্ষায় সহকারী মেডিকেল সার্জন হিসেবে উত্তীর্ণ হওয়ায় ভোলা সদর হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে সে এফসিপিএস(মেডিসিন) বিভাগে অধ্যায়নরত।
এছাড়া ডা. সুমন গত তিন বছর লালমোহন উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগে মেডিকেল অফিসার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।
ভোলার চরফ্যাশন উপজেলার সন্তান হিসেবে তিনি নিজ জেলায় নিয়োগ পেয়ে খুশি। দেশের এই ক্রান্তিকালে নিজ জেলার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন এই প্রত্যাশা জেলাবাসাীর।