মঙ্গলবার, ১২ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলা জেলা বিএনপির সাবেক সভাপতির মৃত্যুতে অ্যাড. কামাল হোসেনের শোক
ভোলা জেলা বিএনপির সাবেক সভাপতির মৃত্যুতে অ্যাড. কামাল হোসেনের শোক
নিজস্ব প্রতিনিধি : ভোলা জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. মোজাম্মেল হক রবিবার রাত ১১.০০ ঘটিকায় বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
মরহুম মোজাম্মেল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী নেতা অ্যাড.কামাল হোসেন। এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম মোজাম্মেল হক রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন প্রাজ্ঞ মেধাবী আইনজীবী হিসেবে ভোলা জেলার সকল দল-মতের মানুষের নিকট খুব পরিচিত ছিলেন। ভোলা ও বরিশাল জজ কোর্টে দক্ষতার সঙ্গে তিনি পিপি হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি মানবিক মনের অধিকারী ছিলেন। অসংখ্য অসহায় মানুষের বিনা ফিতে আইনি সহায়তা দিয়ে ভোলার আইন ও বিচার অঙ্গনে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন।
তিনি রেকর্ডসময় টানা ২২ বছর ভোলা জেলা বিএনপিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দলের দুঃসময়ে সাহসী ভূমিকায় ভোলা জেলা বিএনপিকে সুসংগঠিত করেন। ভোলা জেলা বিএনপিতে তিনি যে অবদান রেখে গেছেন তা সকল নেতা-কর্মীদের নিকট উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।