সোমবার, ১১ মে ২০২০
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » পরপারে চলে গেলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সঞ্চিতা সাহা।।লালমোহন বিডিনিউজ
পরপারে চলে গেলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সঞ্চিতা সাহা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল সঞ্চিতা সাহা (৬০)।
সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন তার ভাই ডা. প্রভাস চন্দ্র সাহা।
তিনি বলেন, তার বোন আর কে মিশন রোডে থাকতেন। শনিবার (৯ মে) বুকে ব্যথা অনুভবের পর তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চেক আপের পর দেখা যায় তার ম্যাসিভ হার্ট অ্যার্টাক হয়েছে। এরপর তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল দশটায় তিনি পরলোক গমন করেন। দুপুরের পর তার মরদেহ রাজারবাগ মহাশ্মশানে সৎকার করা হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, সঞ্চিতা সাহা গত বছরের ৭ জুলাই বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগদান করেছিলেন। সুপ্রিমকোর্টের এ আইনজীবীর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী থানাধীন বারোগাঁ গ্রামে।